অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত হাই-প্রোফাইল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্র অনুযায়ী, আগামী বুধবার রায়নাকে হাজিরা দিতে হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে। ওই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রায়নাকে মানি লন্ডারিংয়ের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে সমন পাঠানো হয়েছে।
প্রাক্তন ক্রিকেটারের ওই অ্যাপের সঙ্গে কিছু প্রচারমূলক চুক্তির মাধ্যমে যোগ ছিল বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় ইডি কর্তারা তাঁর সেই সম্পর্কগুলি খতিয়ে দেখবেন। উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি বেটিং অ্যাপের অবৈধ বেটিং ও গেমিং কার্যকলাপের অভিযোগে তদন্ত চালাচ্ছে, যেখানে আরও কয়েকজন ক্রিকেটার ও বলিউড তারকার নামও তদন্তের আওতায় এসেছে।
যদিও সুরেশ রায়নাকে কোন নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করা হবে, তা এখনও স্পষ্ট নয়, তবে ইডি বহু শহরে তদন্ত চালাচ্ছে, যাতে অনলাইন প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে প্রতারণা ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।










