Home / খবর / খেলা / শামি, বিষ্ণোই বাদ! ঢুকলেন ৫ জন, এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলে পরিবর্তনের সম্পূর্ণ তালিকা

শামি, বিষ্ণোই বাদ! ঢুকলেন ৫ জন, এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলে পরিবর্তনের সম্পূর্ণ তালিকা

এশিয়া কাপ ২০২৫ অভিযান শুরু করতে চলেছে ভারত। স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) বিরুদ্ধে ম্যাচ বুধবার। দুবাইয়ে গত পাঁচ দিন ধরে অনুশীলন করছে রোহিত শর্মার দল। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভাল শুরু করতে মরিয়া ভারতীয় দল। অন্যদিকে ইউএই সম্প্রতি একটি ত্রিদেশীয় সিরিজ খেলে ম্যাচ প্র্যাকটিস নিয়ে আসছে।

ভারতের দলে বিশেষ নজর থাকবে সঞ্জু স্যামসনের উপর, তবে শ্রীলঙ্কা সিরিজের পর প্রায় এক বছর বাদে টি–টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি এবার দলের সহ-অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন। ফলে তিনি ফিট থাকলে পুরো টুর্নামেন্টেই খেলবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের দলে পরিবর্তন

  • দলে এসেছেন: শুবমন গিল ও জসপ্রীত বুমরা প্রায় এক বছর বাদে টি–টোয়েন্টি দলে ফিরেছেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা, যিনি ধ্রুব জুরেলকে সরিয়ে দ্বিতীয় উইকেটকিপারের জায়গা নিয়েছেন। অলরাউন্ডার শিবম দুবে ফিরেছেন আহত নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে। চোট সারিয়ে ফিরেছেন কুলদীপ যাদব, যিনি তৃতীয় স্পিনার হিসেবে দলে এসেছেন।
  • দল থেকে বাদ: অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে আর দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। নীতীশ কুমার রেড্ডি বাদ পড়েছেন চোটের কারণে। কুলদীপের ফিট হয়ে ফেরার কারণে বাদ পড়েছেন রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দর। ধ্রুব জুরেলকে সরিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

প্রথম ম্যাচেই তাই নজর থাকবে গিলের প্রত্যাবর্তন, স্যামসনের সুযোগ পাওয়া এবং বুমরাহর ছন্দে ফেরার দিকে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *