Home / খবর / খেলা / আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান, রবিবার ফের মুখোমুখি ভারতের

আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান, রবিবার ফের মুখোমুখি ভারতের

কোলফিল্ড টাইমস: নানা টালবাহানার পর অবশেষে নামল পাকিস্তান, আর মাঠে নেমেই সলমন আলি আঘারাদের দুরন্ত জয়। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করল পাকিস্তান। ফলে আগামী রবিবার আবার ভারত-পাক লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৪৬ রান। ফখর জামান খেলেন ৩৬ বলে ৫০ রানের ইনিংস। শাহিন আফ্রিদি ঝড় তোলেন শেষ দিকে—১৪ বলে অপরাজিত ২৯ রান। আমিরশাহির হয়ে সবচেয়ে সফল বোলার জেনেইদ সিদ্দিকি (৪/১৮)।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ল আমিরশাহি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। রাহুল চোপড়া (৩৫) এবং ধ্রুব পরাশর (২০) খানিকটা প্রতিরোধ গড়লেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় ইনিংস।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি (২/১৬) ব্যাট-বল দুই দিকেই জ্বলে উঠলেন। আবরার আহমেদ, হারিস রউফ ও সলমন আলি আঘারাও গুরুত্বপূর্ণ সাফল্য আনেন। ম্যাচসেরা হন শাহিন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *