Home / খবর / খেলা / এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুতেই হোঁচট মোহনবাগানের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শুরুতেই হোঁচট মোহনবাগানের

এশীয় মঞ্চে মোহনবাগানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন কোচ জোসে মোলিনা। কিন্তু অভিযান শুরুর দিনই ধাক্কা খেল সবুজ-মেরুন। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রথম ম্যাচে আহাল এফকের কাছে ০-১ গোলে পরাস্ত হল মোহনবাগান।

খেলার শুরু থেকেই দাপট ছিল তুর্কমেনিস্তানের ক্লাব আহালের। প্রথমার্ধে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয় আলবার্তো, অলড্রেডদের। মাঝে মধ্যে নাসিরি-লিস্টনেরা পাল্টা আক্রমণে গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামানো হয় ম্যাকলারেন ও রবসনকে। কিছুটা গতি পেলেও গোলের মুখ খোলেনি মোহনবাগান। উল্টে ম্যাচের ৮১ মিনিটে গোল করে আহালকে এগিয়ে দেন আনায়েভ। তাঁর সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় অতিথি দলের।

ডুরান্ড কাপেও সমন্বয়ের ঘাটতি ধরা পড়েছিল মোহনবাগান শিবিরে। মঙ্গলবারও ফুটবলারদের ফিটনেস ও বোঝাপড়ার অভাব চোখে পড়ে। ঘরোয়া লিগ খেলে নিয়মিত ম্যাচের মধ্যে ছিল আহাল। বিপরীতে ডুরান্ড কাপের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামল মোহনবাগান। ফারাক স্পষ্ট হয়ে গেল স্কোরলাইনে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *