Home / খবর / খেলা / লিওনেল মেসির ভারত সফর নিশ্চিত, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ, শাহরুখ-সৌরভদের সঙ্গে ফুটবল ম্যাচ

লিওনেল মেসির ভারত সফর নিশ্চিত, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ, শাহরুখ-সৌরভদের সঙ্গে ফুটবল ম্যাচ

screenshot 20250815 181720~2

আগামী ডিসেম্বর মাসে বহু প্রতীক্ষিত ভারত সফরে আসছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে তাঁর বিশেষ চার শহরের সফর। এরপর তিনি যাবেন অহমেদাবাদ, মুম্বই এবং শেষপর্যন্ত ১৫ ডিসেম্বর পৌঁছাবেন দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর এটিই হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫’-এর নাম দেওয়া এই সফরে ফুটবল, সংস্কৃতি এবং ভক্তদের সঙ্গে বিশেষ যোগাযোগের নানা আয়োজন থাকবে, যা ভারতের আগামী প্রজন্মের ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করবে।

কলকাতায় মেসির সূচিতে থাকবে মিট-অ্যান্ড-গ্রিট, আর্জেন্টিনার ‘মাতে’ ও অসম চা প্রদর্শনীসহ বিশেষ খাবার উৎসব, এবং তাঁর মূর্তির উদ্বোধন। দুর্গাপুজো উপলক্ষে মেসিকে উৎসর্গ করে বিশাল দেওয়ালচিত্র তৈরির সুযোগও পাবেন ভক্তরা, যা তিনি নিজে উদ্বোধন করবেন। এছাড়া ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ হবে ইডেন গার্ডেন্স বা সল্টলেক স্টেডিয়ামে, যেখানে সাতজনের সফট-টাচ ফুটবল ম্যাচে মেসি খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার সঙ্গে। টিকিটের দাম শুরু হবে ৩,৫০০ টাকা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে সংবর্ধনা দেবেন বলে জানা গেছে।

১৩ ডিসেম্বর অহমেদাবাদে আদানি ফাউন্ডেশনের আয়োজিত এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে সিসিআই ব্রেবোর্নে মিট-অ্যান্ড-গ্রিট, ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’-এর পাশাপাশি শাহরুখ খান ও লিয়েন্ডার পেজের সঙ্গে প্যাডেল ম্যাচ খেলবেন তিনি।

১৫ ডিসেম্বর দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর ফিরোজ শাহ কোটলায় শেষ ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’-এ যোগ দেবেন মেসি। দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) এই উপলক্ষে বিরাট কোহলি ও শুভমন গিলকে আমন্ত্রণ জানিয়েছে।

পুরো সফরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে কড়া, স্থানীয় প্রশাসন ও মেসির টিম মিলিতভাবে তা নিশ্চিত করবে। এই সফর শুধু মেসির অসাধারণ কেরিয়ারের উদযাপনই নয়, ভারত ও আর্জেন্টিনার মধ্যে এক বিশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় হিসেবেও ধরা হচ্ছে, যা দেশের ফুটবল সংস্কৃতিতে স্থায়ী ছাপ ফেলবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *