আসানসোল : এক রোমাঞ্চকর ম্যাচে অভিনব সাউ আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন।
এই ইভেন্টেই ভারতের হিমাংশু স্বর্ণ জিতেছেন, আর রুপো জিতেছেন রাশিয়ান শ্যুটার দিমিত্রি পিমেনভ। নয়াদিল্লিতে এই প্রতিযোগিতা শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর। শেষ হয়েছে ২ অক্টোবর বৃহস্পতিবার।
এনআরএআই বা ন্যাশানাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি এবং ডব্লুবিআরএ বা ওয়েস্ট বেঙ্গল রাইফেল এ্যাসোসিয়েশনের সভাপতি ভিকে ঢল অভিনবর এই পারফরম্যান্সে খুশি। তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনব সাউয়ের ফিনিশিং দেখতে। ভিকে ঢল এই বিশ্বকাপের প্রতিযোগিতা পরিচালক বা কম্পিটিশন ডাইরেক্টর। অভিনব স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টরও অভিনবের খেলা সরাসরি দেখার জন্য উপস্থিত ছিলেন। অভিনবকে পদক জিততে দেখে তিনি খুশি। পাশাপাশি আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা খুবই খুশি। মাত্র এক মাস আগে অভিনব কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত এবং দলগতভাবে দুটি স্বর্ণপদক জিতেছেন।
এটি অভিনবের ১৫তম আন্তর্জাতিক পদক। অভিনবর এই পদক তার কঠোর পরিশ্রমের ফল। তিনি বলেন, আমি একটি ব্যস্ত সময়সূচীর মধ্য দিয়ে যাচ্ছি। ম্যাচের মধ্যে সে বিরতি পাচ্ছি না। এশিয়ান চ্যাম্পিয়নশিপের পরপরই সে ট্রায়ালের জন্য ভোপাল যায়। সেখান থেকে সে বিশ্বকাপের জন্য দিল্লিতে উড়ে গিয়েছিল। শেষ দুটি শটে সে মনোযোগ হারিয়ে ফেলে। তাই তাঁর নিশ্চিত রুপোর পদক মিস হয়ে যায়। তবে অন্তত নিজের ঘরের মাঠে একটি আন্তর্জাতিক পদক জিততে পেরে খুশি। কারণ ঘরের মাঠে এটি আরও কঠিন হয়ে পড়ে। নিজের লোকদের সামনে পারফর্ম করার অনেক চাপ থাকে।