Home / খবর / খেলা / এশিয়া কাপে দল ঘোষণা করল ভারত, শুবমন গিল ভাইস-ক্যাপ্টেন, ফিরলেন বুমরা

এশিয়া কাপে দল ঘোষণা করল ভারত, শুবমন গিল ভাইস-ক্যাপ্টেন, ফিরলেন বুমরা

screenshot 20250819 171435~2

ভারতের টি-২০ দলে বড় পরিবর্তন। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে শুবমন গিলকে। দলে ফিরেছেন গতি বিভাগের ভরসা জসপ্রীত বুমরা। নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে নির্বাচক প্রধান অজিত আগারকর এই দল ঘোষণা করেন।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ টি-২০। ভারত প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক ইউএই-র বিরুদ্ধে দুবাইয়ে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ এবং ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

এই দলে প্রথম পছন্দ উইকেটকিপার হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা, যিনি আরসিবির হয়ে আইপিএল জেতার সময় ফিনিশার হিসেবে নজর কেড়েছিলেন। মিডল অর্ডার সাজানো হয়েছে সূর্যকুমার, তিলক বর্মা, ঋতুরাজ সিংহ ও জিতেশকে নিয়ে। অলরাউন্ডার বিভাগে আছেন হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেল।

স্পিন আক্রমণে ভরসা কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষরের উপর। ওয়াশিংটন সুন্দর আবারও সুযোগ পাননি। বোলিং বিভাগে বুমরার সঙ্গে আছেন বাঁ-হাতি আর্শদীপ সিংহ ও নতুন মুখ হর্ষিত রানা।

তবে এই দলে নেই যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। দু’জনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

ভারতের এশিয়া কাপ দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিংহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

স্ট্যান্ডবাই: প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *