প্রথম টেস্টে একতরফা জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট বজায় রাখল ভারত। দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় পেয়ে সিরিজে ২-০ ব্যবধানে চুনকাম করল শুভমন গিলের দল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতে সাফল্যের সূচনা করলেন তিনি।
শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান, হাতে ৯ উইকেট। সহজ জয়ই ছিল নিশ্চিত। লোকেশ রাহুল (অপরাজিত ৫৮) ও সাই সুদর্শনের (৩৯) ব্যাটে ভর করেই লক্ষ্য ছুঁয়ে যায় টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমন গিলও (১৩) কিছুক্ষণ ব্যাট করে ফিরে যান, তবে দলের জয় আটকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। যশস্বী জয়সওয়াল ঝকঝকে ১৭৫ রান করেন, আর অধিনায়ক শুভমন গিল অপরাজিত থাকেন ১২৯ রানে। ৮৭ রান করেন সাই সুদর্শন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৪৮ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৫ উইকেট, জাডেজা ৩ উইকেট।
ফলো-অন করা হলেও দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে ক্যারিবীয়রা। জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩) দুর্দান্ত ব্যাট করে এক ইনিংসে শতরান করা দুই ব্যাটার হিসেবে ইতিহাস গড়েন — ভারতের মাটিতে ৫১ বছর পর এমন কীর্তি ওয়েস্ট ইন্ডিজের। তবে তাদের আউট হওয়ার পর ধসে পড়ে বাকি ব্যাটাররা। কুলদীপ দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট তুলে নেন, বুমরাহ ও সিরাজ নেন ৩ ও ২ উইকেট।
শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (৫০) ও জেইডেন সিলস (৩২)-এর জুটিতে কিছুটা মান বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ, তবে ভারতীয় বোলারদের দাপটের সামনে শেষ পর্যন্ত ১২১ রানের লক্ষ্যই দিতে পারে তারা।
চতুর্থ দিনেই জয়ের ভিত্তি তৈরি করে নেয় ভারত। পঞ্চম দিনে মাত্র এক ঘণ্টার মধ্যেই লক্ষ্য ছুঁয়ে সিরিজ জিতে নেয় শুভমন গিলের দল। সিরিজে কুলদীপ যাদবের ১৩ উইকেট ও যশস্বী জয়সওয়ালের ধারাবাহিক ব্যাটিং নজর কাড়ে।