অহমেদাবাদ টেস্টে দ্বিতীয় দিনের শেষে একতরফা ছবিই দেখা যাচ্ছে। ১৬২ রানের জবাবে ভারত করেছে ৫ উইকেটে ৪৪৮ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ইতিমধ্যেই ২৮৬ রানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। কেএল রাহুল ও ধ্রুব জুরেলের পর রবীন্দ্র জাদেজাও শতরান করে ক্যারিবিয়ান বোলারদের নাজেহাল করে দিলেন।
দিনের শুরুতে ২ উইকেটে ১২১ রান নিয়ে নেমেছিল ভারত। রাহুল-শুভমান গিলের ব্যাটে সহজেই মজবুত ভিত তৈরি হয়। দু’জনের ৯৮ রানের জুটি ভাঙে রস্টন চেজ। এরপর ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন রাহুল, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ক্রিজে আসেন ধ্রুব জুরেল, আর তিনিই ম্যাচের মোড় ঘোরান। ঠান্ডা মাথায় খেলতে খেলতে ১৯০ বলে দুর্দান্ত শতরান করেন এই তরুণ উইকেটরক্ষক।
জুরেল আউট হওয়ার আগেই জাদেজার সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় ২০৬ রান। তারপর গিয়ার বদল করে ব্যাটিং শুরু করেন জাদেজা। মাত্র ১৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতেন তিনি। দিনের শেষে অপরাজিত আছেন ১০৪ রানে। তাঁর সঙ্গী ওয়াশিংটন সুন্দর ৯ রানে ক্রিজে রয়েছেন।
এই টেস্টে ঋষভ পন্থ না থাকায় জুরেলের উপর চাপ ছিল অনেকটা। কিন্তু ব্যাট-দস্তানা দু’দিকেই পরীক্ষায় উতরে গেছেন তিনি। অন্যদিকে জাদেজার ঝোড়ো ইনিংস ভারতকে আরও স্বচ্ছন্দ করেছে।