Home / খবর / খেলা / অহমেদাবাদে আড়াই দিনেই ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

অহমেদাবাদে আড়াই দিনেই ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

কোলফিল্ড টাইমস: অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র আড়াই দিনেই শেষ হল প্রথম টেস্ট। ইনিংস এবং ১৪০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত।

স্পিন সহায়ক পিচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রতিপক্ষের ব্যাটাররা একেবারেই সামলাতে পারেননি ভারতীয় বোলারদের দাপট। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভেঙে পড়ে ১৪৬ রানে। ফলে মাত্র আড়াই দিনেই জয় নিশ্চিত করে নেয় ভারত।

দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শুভমন। ২৮৬ রানের বিশাল লিড নিয়েই সফরকারীদের ব্যাট করতে নামায় ভারত। পিচে ক্রমশ বাড়তে থাকে টার্ন ও অসমান বাউন্স। তৃতীয় দিন সকাল থেকেই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে বলের আচরণ। বুমরাহ, সিরাজ, জাডেজা, কুলদীপদের সামনে একে একে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন-আপ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সামান্য লড়াই করেন অ্যালিক অ্যাথানাজ (৩৮) ও জাস্টিন গ্রেভস (২৫)। এর বাইরে কেউই দাঁড়াতে পারেননি। ওপেনার চন্দ্রপাল (৮) ও ক্যাম্পবেল (১৪) দ্রুত ফিরতেই চাপ বাড়ে। চেজ (১), হোপ (১), কিং (৫) কার্যত বিনা লড়াইয়ে আউট হন। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইনিংসের ইতি টানেন ভারতীয় স্পিনাররা।

ভারতের হয়ে সবচেয়ে সফল জাডেজা, নেন ৫৪ রানে ৪ উইকেট। সিরাজের ঝুলিতে ৩ উইকেট, কুলদীপের ২ এবং ওয়াশিংটন সুন্দরের ১ উইকেট।

এর আগে দ্বিতীয় দিনেই রাহুল, জাডেজা ও জুরেলের দুর্দান্ত শতরানের সুবাদে ভারত প্রথম ইনিংসে বিশাল রান তোলে। সেই ইনিংসেই ম্যাচের ভাগ্য অনেকটা স্পষ্ট হয়ে যায়। শনিবার সকালে ইনিংস ঘোষণা করে জয় সিল করে নেয় ভারত।

এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমন গিলের দল। দ্বিতীয় টেস্ট জিতলেই সিরিজ নিজেদের করে নেবে ভারত।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *