Home / খবর / খেলা / এশিয়া কাপ ২০২৫: ওমানের লড়াইয়ে ঘাম ঝরল ভারতীয় শিবিরের, ২১ রানে জয় সঞ্জুদের

এশিয়া কাপ ২০২৫: ওমানের লড়াইয়ে ঘাম ঝরল ভারতীয় শিবিরের, ২১ রানে জয় সঞ্জুদের

কোলফিল্ড টাইমস: এশিয়া কাপে ওমানকে হারালেও একেবারে স্বস্তির জয় পেল না ভারত। শুক্রবার কলকাতার ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটিং ভরসায় ভারত তুলেছিল ১৮৮ রান। জবাবে বুক চিতিয়ে লড়াই করে ওমান থেমে যায় ১৬৭ রানে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষমেশ ২১ রানে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের ভারত।

টসে জিতে ব্যাট করতে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন সঞ্জু স্যামসন (৫৬)। ঝড়ো ব্যাটিংয়ে নজর কাড়েন অভিষেক শর্মা (১৫ বলে ৩৮)। শেষদিকে তিলক বর্মা (২৯) ও অক্ষর প্যাটেল (২৬)-এর ব্যাটে ভর করে ভারত পৌঁছে যায় ১৮৮-এ।

টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরু করে ওমান। আমির কালিম (৬৪) এবং হাম্মাদ মির্জা (৫১) ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। ১৬ ওভারে স্কোর পৌঁছে যায় ১৩১/১— তখনই ম্যাচ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিন বিশ্রামে ছিলেন জশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাঁদের জায়গায় সুযোগ পাওয়া অর্শদীপ সিং ও হর্ষিত রানা বেশিক্ষণ নির্বিষ হয়ে থাকেন।

তবে টার্নিং পয়েন্ট আসে হর্ষিতের বলে। লং অনে হার্দিক পাণ্ডিয়ার অবিশ্বাস্য ক্যাচে থামেন কালিম। বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচের স্মৃতি ফেরাল এই মুহূর্ত। শেষ ওভারে বিনায়ক শুক্লাকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ১০০ উইকেটের মাইলফলক ছোঁন অর্শদীপ সিং।

ওমান শেষমেশ থামে ১৬৭ রানে। ৫৬ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন। রবিবার সুপার ফোরে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *