যুবভারতীতে জ্বলল মশাল। ডুরান্ড কাপের ডার্বিতে রঙ খেলল লাল-হলুদ। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধ থেকেই কার্যত একচেটিয়া দাপট ছিল অস্কার ব্রুজোর ছেলেদের। ম্যাচে জোড়া গোল করে ডার্বির নায়ক হয়ে উঠলেন দিমিত্রি দিয়ামান্তাকোস।
৩৬ মিনিটে আশিস রাইয়ের ফাউলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। ৫২ মিনিটে নওরেম মহেশের পাস থেকে ফের জালের দেখা পান তিনি। অ্যালবার্তো রড্রিগেজের গায়ে লেগে বল জালে জড়াতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-হলুদ শিবির।
তবে ৬৮ মিনিটে অনিরুদ্ধ থাপার শটে ব্যবধান কমায় মোহনবাগান। লিস্টন কোলাসোর শর্ট কর্নার থেকে থাপার শট ইস্টবেঙ্গল রক্ষণ ও গোলরক্ষক গিলকে ফাঁকি দিয়ে গোলে ঢুকে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সবুজ-মেরুনরা।
রেফারির শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে উৎসব লাল-হলুদের। জয় উৎসর্গ করা হল সদ্য পিতৃহারা সতীর্থ রাশিদকে। এখন মাত্র দুই ধাপ দূরে ট্রফি স্পর্শ করার স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল।