Home / খবর / খেলা / ডুরান্ড কাপ: ১৭ অগস্ট যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

ডুরান্ড কাপ: ১৭ অগস্ট যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

screenshot 20250813 070815~2

ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মঙ্গলবার প্রকাশিত সূচি অনুযায়ী, ডার্বি ম্যাচটি হবে ১৭ অগস্ট, রবিবার সন্ধে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে।

কোয়ার্টার ফাইনাল পর্বে ছ’টি গ্রুপের শীর্ষস্থানাধিকারী দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দল জায়গা পেয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ১৬ অগস্ট বিকাল ৪টেয় শিলংয়ে শিলং লাজং খেলবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। একই দিনে সন্ধে ৭টায় কোকরাঝাড়ে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে বড়োল্যান্ড এফসির।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ১৭ অগস্ট বিকাল ৪টেয় জামশেদপুরে ডায়মন্ড হারবার এফসি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। আর দিনশেষে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বহু প্রতীক্ষিত ডার্বি— ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *