দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি। প্রথমবারের মতো ফাইনালে পৌঁছল তারা। সেমিফাইনালে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। শনিবার ফাইনালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।
ম্যাচের প্রথমার্ধে সমানে সমানে লড়াই করলেও গোলের সুযোগ নষ্ট করে দুই দলই। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণ আরও তীব্র হয়, কিন্তু গোলরক্ষক মিরশাদের দুর্দান্ত সেভে বাঁচে ডায়মন্ড হারবার। খেলার ৬৬ মিনিটে মিকেল কোর্তাজারের গোলে এগিয়ে যায় তারা। যদিও এক মিনিট পরেই আনোয়ার আলির দূরপাল্লার শটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
শেষ মুহূর্তে তবে ফয়সালা করে দেন জবি জাস্টিন। ৮৩ মিনিটে জটলা থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ছিটকে দেন তিনি। নিজের প্রাক্তন ক্লাবকেই হারিয়ে ডায়মন্ড হারবারকে পৌঁছে দেন ঐতিহাসিক ফাইনালে।