Home / খবর / খেলা / দ্বিতীয় ওয়ানডের আগে গৌতম গম্ভীর, অজিত আগারকরদের সঙ্গে জরুরি বৈঠকে ডাকল বিসিসিআই: রিপোর্ট

দ্বিতীয় ওয়ানডের আগে গৌতম গম্ভীর, অজিত আগারকরদের সঙ্গে জরুরি বৈঠকে ডাকল বিসিসিআই: রিপোর্ট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের ঠিক আগে ভারতের প্রধান কোচ রণবীর গম্ভীর, নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগারকর এবং বোর্ডের কয়েকজন শীর্ষ কর্তার সঙ্গে জরুরি বৈঠক ডাকল বিসিসিআই। বুধবারের ম্যাচের দিনেই এই বৈঠক হওয়ার কথা। দলে ভবিষ্যৎ পরিকল্পনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক পারফরম্যান্সে ফের দুর্দান্ত ফর্মে ফেরা বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, তার মধ্যেই এই পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে।

স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, যুগ্মসচিব প্রভতেজ সিং ভাটিয়া, প্রধান কোচ রণবীর গম্ভীর ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকর। নবনিযুক্ত বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস থাকবেন কি না, তা নিশ্চিত নয়। ম্যাচের দিন বৈঠক হওয়ায় কোহলি-রোহিতদের মতো জ্যেষ্ঠদের ডাকা হবে বলে মনে হয় না।

একজন শীর্ষ বোর্ড কর্তার উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, দলে ‘সিলেকশনে ধারাবাহিকতা’ নিশ্চিত করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য— একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনা ও সামগ্রিক পারফরম্যান্সের দিকেও নজর রাখা।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পরে দলগত ত্রুটি, সিদ্ধান্তগত বিভ্রান্তি এবং মাঠের ভিতর-বাইরের কয়েকটি কৌশলগত সমস্যার বিষয়েও পরিষ্কার ধারণা চাইছে বোর্ড। গম্ভীর ও আগারকর উপস্থিত থাকায় ম্যানেজমেন্টের ভূমিকা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

এক কর্তা বলেছেন, “ঘরের মাঠে টেস্ট মরশুমে বারবার কৌশলগত বিভ্রান্তির নজির দেখা গেছে। আগামী টেস্ট সিরিজ এখনও আট মাস দূরে— তাই এখনই পরিকল্পনা ও পরিষ্কার নির্দেশনা দরকার।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *