ছবি: রাজীব বসু
শুবমন গিল ও অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটে ফের কুপোকাত পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্ব হোক বা সুপার ফোর— ছবিটা একই থাকল। দুবাই স্টেডিয়ামে রবিবার পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। দেবীপক্ষের সূচনায় মিলল দুর্দান্ত জয়।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। শুরুতে ঝড় তুললেও পাক ব্যাটাররা বড় রান তুলতে পারেননি। ওপেনার সাহিবজাদা ফারহান একা লড়াই করে ৪৫ বলে ৫৮ রান করেন। বাকিদের ছোট ছোট ইনিংসে শেষ পর্যন্ত ১৭১ রানে থামে পাকিস্তান। ভারতের হয়ে বুমরাহ কিছুটা ব্যর্থ হলেও কুলদীপ-অভিষেকদের হাত ধরে পাক ইনিংসে নিয়মিত আঘাত আসে।
জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক। শাহিন আফ্রিদির প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন তিনি। গিলও সঙ্গ দেন সমানতালে। দুই ওপেনারের জুটিতে আসে ১০৫ রান। হাফসেঞ্চুরি করেন দু’জনেই। গিল আউট হন ৪৭ রানে, অভিষেক ফেরেন ৭৪ রানে। এরপর সঞ্জু স্যামসন দ্রুত আউট হলেও হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মা সহজেই লক্ষ্য পূরণ করেন।
ফলে ভারতের জয়ে তিল পরিমাণ সংশয়ও থাকেনি। তবে চিন্তার বিষয় রয়ে গেল ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিস এবং মিডল অর্ডারের ব্যর্থতা। এগুলো ঠিক করতে পারলে সূর্য-গিলদের ভারতকে আটকানো কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।