মাত্র ২৭ বল ব্যাট করেই জয় নিশ্চিত করে ফেলল ভারত। বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহীকে উড়িয়ে দিল সূর্যকুমার যাদবের দল। শুধু জয় নয়, একাধিক রেকর্ডও গড়ে ফেলল টিম ইন্ডিয়া।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় বোলাররা। শুরু থেকেই বোলারদের মধ্যে শুরু হয় উইকেট নেওয়ার প্রতিযোগিতা। শেষ পর্যন্ত কুলদীপ যাদব মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট এবং শিবম দুবে মাত্র ৪ রান খরচ করে ৩ উইকেট নেন। বাকি বোলাররাও সাফল্য পান। ফলে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় আমিরশাহী।
মাত্র ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন দুই ওপেনার। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেন। এরপর শুভমান গিল মাত্র ৯ বলে ২০ রান করে দলকে সহজ জয় এনে দেন।
ম্যাচ শেষ হয় হাতে ৯৩ বল বাকি থাকতে। এশিয়ার কোনও দলের মধ্যে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে এত কম বলে জয় পাওয়ার নজির এই প্রথম। এর আগে শ্রীলঙ্কা ২০১৪ সালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৯০ বল হাতে রেখে। এবার সেই রেকর্ড ভাঙল ভারত।
শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে বল বাকি রেখে ম্যাচ জেতার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। শীর্ষে রয়েছে ইংল্যান্ড, যারা গতবছর ১০১ বল হাতে রেখে ওমানকে হারিয়েছিল।
দাপুটে জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।