Home / খবর / খেলা / ওয়ান ডে-তে নতুন যুগের সূচনা! অধিনায়ক শুবমন গিল, স্কোয়াডে ফিরলেন বিরাট-রোহিত, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা ভারতের

ওয়ান ডে-তে নতুন যুগের সূচনা! অধিনায়ক শুবমন গিল, স্কোয়াডে ফিরলেন বিরাট-রোহিত, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা ভারতের

কোলফিল্ড টাইমস: ভারতের ওয়ান ডে ক্রিকেটে রোহিত যুগের ইতি টানল বিসিসিআই। আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকেই একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হলেন শুবমন গিল। টেস্টের পর এবার সীমিত ওভারের ফরম্যাটেও তাঁর হাতেই দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট।

প্রত্যাশা মতোই স্কোয়াডে ফিরেছেন দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই তাঁদের প্রথম ওয়ান ডে উপস্থিতি। তবে নেতৃত্বে আর নয় রোহিত— এবার সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন পাঞ্জাবের তরুণ ওপেনার।

শুবমনের ডেপুটি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়া শ্রেয়স এবার পাচ্ছেন বড় দায়িত্ব। সাদা বলের ক্রিকেটে তাঁকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ভাবছে বোর্ড।

২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে— তাঁরা কি অস্ট্রেলিয়া সফরের পরই অবসর নেবেন? নাকি তরুণদের পাশে থেকে আরও কিছুদিন খেলবেন?

চোটের কারণে দলে নেই ঋষভ পন্থ। কিপিংয়ের দায়িত্ব সামলাবেন কেএল রাহুল, ব্যাকআপ হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। বিশ্রাম পেয়েছেন যশপ্রীত বুমরা, তবে তিনি থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। ওয়ান ডে বোলিং আক্রমণে থাকছেন হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণ।

স্পিন বিভাগে রয়েছেন কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *