আসানসোল রাইফেল ক্লাবে ১ নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে ৫৮তম অল ইন্ডিয়া রেলওয়ে শুটিং প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার আয়োজক সিএলডব্লু স্পোর্টস অ্যাসোসিয়েশন ( চিত্তরঞ্জন)।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা অল ইন্ডিয়া রাইফেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ভি.কে. ঢল আসানসোল রাইফেল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান।
তিনি বলেন সিএলডব্লু স্পোর্টস এ্যাসোসিয়েশন আয়োজিত ৫৮তম অল ইন্ডিয়া রেলওয়ে শুটিং প্রতিযোগিতা ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হবে। ভারতীয় রেলওয়ের বিভিন্ন বিভাগের ১৩০ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যার মধ্যে ৭০ জন পুরুষ এবং ৬০ জন মহিলা শ্যুটার আছেন। তিনি বলেন, এরা সকলেই রেলের কর্মচারী। যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
ভি.কে. ঢল বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্যুটারদের মধ্যে একজন অলিম্পিক পদকপ্রাপ্ত রয়েছেন। তিনি হলেন প্যারিস অলিম্পিকের পদকজয়ী শ্যুটার স্বপ্নিল কুশলে। এছাড়াও অত্যন্ত প্রতিভাবান শ্যুটার সৌরভ চৌধুরীও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বাংলার শ্যুটার মেহুলি ঘোষও অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি ১ নভেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হবে।
৫ নভেম্বর সন্ধ্যে ৬টায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই প্রতিযোগিতা। তিনি মনে করেন যে, এটি আসানসোলের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। যেখানে এত আন্তর্জাতিক স্তরের শ্যুটাররা আসছেন, তিনি সকলকে ১ থেকে ৫ নভেম্বর আসানসোলের রাইফেল ক্লাবে এই শ্যুটারদের খেলা দেখার জন্য অনুরোধ করেন।










