ছবি: রাজীব বসু
পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের দাবিতে ও এসআইআর-এর প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করল যুব কংগ্রেস। ওয়েলিংটন মোড় থেকে ধর্মতলা পর্যন্ত হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর কাছে নতুন দাবি তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, রাজ্যের প্রতিটি পরিযায়ী শ্রমিককে সরকারের পক্ষ থেকে আলাদা পরিচয়পত্র দেওয়া উচিত। এতে বাইরের রাজ্যে বিপদে পড়লে তারা প্রমাণ করতে পারবেন যে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা।
অধীরের দাবি, “এটা নির্বাচনী পরিচয়পত্র নয়, রাজ্যের পরিচয়পত্র— যা পেলে কাল থেকেই প্রতিটি পরিযায়ী শ্রমিক নিরাপদ হয়ে যাবে।”
প্রসঙ্গত, এ দিন জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের পরিচয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিককে সচিত্র পরিচয়পত্র দেবে রাজ্য। শ্রম দফতর সূত্রের খবর, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে।