Home / খবর / রাজ্য / এসআইআর: এনুমারেশন ফর্ম না পেলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন

এসআইআর: এনুমারেশন ফর্ম না পেলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন

রাজ্যে চলছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা। তবে অনেকেই অভিযোগ করছেন যে এখনও তাঁরা ফর্ম হাতে পাননি। ফলে কী করা উচিত, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সেই সমস্যার সমাধানেই এবার পরিষ্কার নির্দেশিকা দিল নির্বাচন কমিশন।

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—ফর্ম না পেলে সরাসরি যোগাযোগ করা যাবে বিশেষ হেল্পলাইন নম্বরে। টোল-ফ্রি নম্বর 1950 এবং 033-22310850–এ ফোন করে জানানো যাবে অভিযোগ। পাশাপাশি হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। নম্বর 9830078250

তাছাড়া ই-মেল করেও জানানো যাবে সমস্যা। মেল আইডি—
ceowbcomplaints2024@gmail.com
ceo-election-wb@nic.in

কমিশনের আশ্বাস, হেল্পলাইন, হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। শুধু ফর্ম না পাওয়া নয়, এসআইআর সংক্রান্ত যেকোনও প্রশ্নও জানানো যাবে এই নম্বর ও মেল আইডিতে।

উল্লেখ্য, অক্টোবরের শেষ সপ্তাহে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ফর্ম বিলি শুরু হয়ে পেরিয়েছে প্রায় ১৫ দিন। কমিশনের তরফে জানানো হয়েছিল—যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে বা পরিবারের কারও নাম রয়েছে, তাঁদের কোনও ভয় বা চিন্তার কারণ নেই। তা সত্ত্বেও অনেকেই অকারণে আতঙ্কিত হচ্ছেন।

এই পরিস্থিতিতে কমিশনের চালু করা বিশেষ হেল্পলাইন সাধারণ মানুষের উদ্বেগ অনেকটাই কমাবে বলেই মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *