Home / খবর / রাজ্য / পথকুকুর নিয়ন্ত্রণে কী করছে রাজ্য? চার সপ্তাহে রিপোর্ট তলব হাই কোর্টের

পথকুকুর নিয়ন্ত্রণে কী করছে রাজ্য? চার সপ্তাহে রিপোর্ট তলব হাই কোর্টের

screenshot 20250822 075102~2

রাজ্যে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক কার্যক্রম কতটা নিয়ম মেনে হচ্ছে, সে বিষয়ে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভার কাছে চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

আইনজীবী আকাশ শর্মা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, রাজ্যে পথকুকুরের উপদ্রব উদ্বেগজনক হারে বাড়ছে। তাঁর দাবি, ২০২২ সালে কুকুর কামড়ানোর ঘটনা ছিল ২৩ হাজার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৬ হাজারে। অভিযোগ, পশু জন্ম নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। নিয়মিত বন্ধ্যাত্বকরণ বা প্রতিষেধক প্রয়োগ করা হচ্ছে না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আদালত রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছে। সেই সঙ্গে কলকাতা ও বিধাননগর পুরসভাকে নির্দেশ দিয়েছে, তাদের এলাকায় পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ, প্রতিষেধক প্রয়োগ ও এ সংক্রান্ত পদক্ষেপের অগ্রগতি বিস্তারিতভাবে রিপোর্ট আকারে জমা দিতে হবে।

প্রসঙ্গত, দিল্লির রাস্তা থেকে কুকুর সরানোর নির্দেশ দিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি দুই বিচারপতির বেঞ্চ থেকে সরিয়ে তিন বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। শুক্রবার নতুন বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ সংশোধন: সব পথকুকুরকে শেল্টারে রাখা হবে না, টিকা দেওয়ার পর ফেরানো যাবে এলাকায়

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *