কোলফিল্ড টাইমস: শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সর্বত্র বৃষ্টি হবে না এবং সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও নেই। ফলে পুজোর কেনাকাটায় খুব একটা বিঘ্ন ঘটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি তুলনামূলক কম থাকবে। তবে সোমবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা বাড়ছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে রবিবার ভারী বর্ষণ হতে পারে। সোমবার দার্জিলিঙেও সেই সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বর্ষণ হবে কোচবিহারেও। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত কোনও সতর্কতা নেই।