কোলফিল্ড টাইমস: ভোরের হাওয়ায় হালকা শিরশিরানি এখন টের পাওয়া যাচ্ছে। কাঁথার খুব একটা দরকার না পড়লেও হাফহাতা সোয়েটার বের করার সময় এসে গেছে প্রায়। ধীরে ধীরে নামছে শহরের তাপমাত্রা, আর সেই সঙ্গেই বাড়ছে শীতপ্রেমীদের আশাবাদ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস — যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৪৮ শতাংশ রেকর্ড হয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় শহরের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ নামতে পারে ৫০ শতাংশের নিচে। ফলে সকালের হালকা ঠান্ডা অনুভূতি আরও বাড়বে বলেই আশা।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ শুরু। দার্জিলিংয়ে চলতি সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের তরাই ও ডুয়ার্স অঞ্চলেও থাকবে মনোরম আবহাওয়া।
অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এখন দুর্বল হয়ে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর বাংলাদেশ ও মায়ানমারের দিকে অবস্থান করছে। পশ্চিমবঙ্গে এর তেমন কোনও প্রভাব নেই। সুন্দরবন অঞ্চল ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সপ্তাহের শেষে রাতের পারদ সামান্য নামতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।










