দক্ষিণবঙ্গ জুড়ে শীত আরও জাঁকিয়ে বসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একই সঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সর্বত্র আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই—শুকনো আবহাওয়া বজায় থাকবে।
শুক্রবার কলকাতার তাপমাত্রায় সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি—স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি কম। সকালে কয়েকটি এলাকায় কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা কেটে গিয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ২০০ মিটার পর্যন্ত। ফলে সকালবেলায় গাড়ি চালাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশার জেরে ট্রেন চলাচলেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা।
উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এখানেও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
সামগ্রিকভাবে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।










