রবি ও সোমবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমলেও ফের বাড়তে পারে বৃষ্টির দাপট।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্তমানে মৌসুমি অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী মঙ্গলবার তা দক্ষিণবঙ্গের আরও কাছে সরে আসতে পারে। এর ফলেই ২ সেপ্টেম্বর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বাড়বে বৃষ্টিপাত।
অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।