সপ্তমীতে আলোকিত লেকটাউন। ছবি: রাজীব বসু
সপ্তমীর সন্ধ্যা পর্যন্ত রোদঝলমল কলকাতায় উৎসবমুখর ভিড় জমেছে প্যান্ডেলে। ছাতা বা বর্ষাতির প্রয়োজন হয়নি কোথাও। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সুখ বেশিদিন নয়। অষ্টমীর দিনই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা নবমীর মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আনবে।
পূর্বাভাস অনুযায়ী, অষ্টমীতে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নবমী থেকেই দুর্যোগ ঘনাবে। দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার জন্য জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে দশমীর দিন অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) হতে পারে। এই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এদিকে সপ্তমীর দিন শহরের আকাশে দুপুরে সামান্য মেঘ দেখা দিলেও ঝড়বৃষ্টি হয়নি কোথাও। ফলে স্বস্তিতে ঠাকুর দেখার সুযোগ পেয়েছেন পুজোপ্রেমীরা। তবে নবমী ও দশমীর পূর্বাভাসে চিন্তায় পড়েছেন অনেকেই। নবমীতে ঘরবন্দি হওয়ার আশঙ্কায় অনেকে অষ্টমীতেই ভিড় জমাবেন বলে মনে করছেন আয়োজকেরা।