নিম্নচাপের প্রভাবে বৃষ্টি থেকে এখনও রেহাই নেই বাংলার। মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে দক্ষিণ-পূর্ব ও পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বাড়বে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তবে দুর্যোগের আশঙ্কা রয়ে গিয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।
রবিবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে আজ সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবারেও একই পরিস্থিতি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পাবে, তবে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
কলকাতায় আজ দিনভর অস্বস্তি জারি থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও আংশিক মেঘলা হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হলেও সোমবার থেকে বৃষ্টি আরও কমবে। তবে বৃষ্টি না হলে গুমোট গরমে ভুগতে হবে শহরবাসীকে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।