Home / খবর / রাজ্য / বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

screenshot 20250819 083621~2

কয়েকদিনের বিরতির পর ফের ঘনাচ্ছে আবহাওয়ার সঙ্কট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তা আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আজ, বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাবে। ইতিমধ্যেই রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে কালিম্পংয়েও নামবে ভারী বৃষ্টি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *