পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত থেকে বৃহস্পতিবার বিকেলেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আজ, শুক্রবার সেই সিস্টেম ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের খবর, আপাতত নিম্নচাপ ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে মেঘ ঢুকছে, তবে এখনই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে দিঘা ও আশেপাশের কিছু এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।