Home / খবর / রাজ্য / মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, সক্রিয় নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন ভিজবে বাংলা

মঙ্গলবার থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, সক্রিয় নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন ভিজবে বাংলা

শ্রয়ন সেন

আগামী মঙ্গলবার থেকে ফের বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আবহাওয়ার ইঙ্গিত অনুযায়ী, পরবর্তী চার থেকে পাঁচ দিন রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ— দুই অঞ্চলেই এই সময় বৃষ্টির প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহবিদরা।

সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বুধবার (অক্টোবর ২৯) থেকে শুক্রবার (অক্টোবর ৩১)-এর মধ্যে। তবে আবহাওয়াবিদদের মতে, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোনও অঞ্চলে অত্যধিক ভারী বৃষ্টি হবে কি না।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলেই এই বৃষ্টি। নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

নিম্নচাপটি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার হয়ে উত্তরবঙ্গ ও পূর্বোত্তর ভারতে এগোবে। এর প্রভাবে ধারাবাহিক বৃষ্টিপাত হলেও প্রবল ঝড় বা দমকা হাওয়ার সম্ভাবনা নেই। যেহেতু মৌসুমি বায়ু ইতিমধ্যেই বিদায় নিয়েছে, তাই এই বৃষ্টি সম্পূর্ণভাবে নিম্নচাপজনিত এবং আগের মতো তীব্র বন্যা পরিস্থিতি তৈরি করবে না।

এদিকে এই সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিচ্ছিন্ন বজ্র–সহ বৃষ্টি হতে পারে।

আগামী সপ্তাহ জুড়ে নিম্নচাপ সক্রিয় থাকায় চন্দননগরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানগুলিতে বৃষ্টির প্রভাব পড়তে পারে। টানা বৃষ্টি চললে পুজোর আনন্দ-উৎসাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, ঘূর্ণিঝড় বা প্রবল ঝড়ের ভয় নেই—শুধুমাত্র বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে, যা সামান্য জলযন্ত্রণা ও তাপমাত্রা হ্রাসের কারণ হতে পারে।

মূল প্রতিবেদনটি এখানে: Widespread Rain To Drench Bengal Next Week, Jagatdhatri Puja May See Wet Celebrations

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *