বৃষ্টি মাথায় নিয়ে পুজোর কেনাকাটায় ভিড় নিউমার্কেটে। ছবি: রাজীব বসু
কলকাতা ও শহরতলিতে সোমবার রাতভর টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত হল স্বাভাবিক জনজীবন। রাতভর বৃষ্টিতে শহরের বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে যান চলাচল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। দফতর আগেই জানিয়েছিল, ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ সক্রিয় হতে পারে, যার জেরে পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে কলকাতায়।
শহরবাসীর দাবি, ২২ সেপ্টেম্বরের এই টানা বর্ষণ ‘ঐতিহাসিক’। আলিপুর দফতর জানাচ্ছে, এক রাতে এর থেকেও বেশি বৃষ্টিপাত অতীতে হয়েছে, প্রায় ৪০০ মিলিমিটার পর্যন্ত। তবুও দুর্গাপুজোর ঠিক আগে এমন অতি ভারী বর্ষণে চিন্তিত সাধারণ মানুষ।