কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দমকা বাতাসের সঙ্গে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, শনিবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রাম এবং রবিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। ২২ আগস্টের জন্য জারি থাকবে এই সতর্কতা।