Home / খবর / রাজ্য / রাজ্য জুড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, জারি হলুদ সতর্কতা

রাজ্য জুড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, জারি হলুদ সতর্কতা

screenshot 20250819 083621~2

আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। সব জায়গায় বৃষ্টি হবে না।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *