কোলফিল্ড টাইমস: জুনের ১৭ তারিখে শুরু হওয়া বর্ষা অবশেষে বিদায় নিল পশ্চিমবঙ্গ থেকে। রবিবার, ১২ অক্টোবর ২০২৫ — কার্যত শেষ হল এ বছরের বর্ষা অধ্যায়। সরকারি ঘোষণা এখনও না হলেও, আবহাওয়ার আচরণই জানিয়ে দিচ্ছে — বর্ষা বিদায় নিয়েছে রাজ্যের অধিকাংশ জেলা থেকে।
দক্ষিণবঙ্গের কিছু অংশ ছাড়া রাজ্যের বাকি জায়গাগুলো এখন প্রায় শুকনো। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আজও কিছুটা ঝড়বৃষ্টি হতে পারে, তবে সেটাই শেষ। সোমবার থেকে রাজ্যে ফিরছে টানা রোদ্দুর। শুরু হবে হালকা ঠান্ডা হাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ কিছুটা নামবে, উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে দেখা দেবে শীত শীত ভাব।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেটি তামিলনাড়ু–অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে, বাংলার দিকে আসবে না। তার প্রভাবে কিছু জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে ঢুকতে পারে, ফলে কালীপুজোর সময় সামান্য বৃষ্টি হতে পারে — যা আতশবাজির দূষণ কিছুটা কমাতেও সাহায্য করবে।
আগামী সপ্তাহ থেকে রাজ্যে দিনভর রোদ্দুর, রাতের দিকে হালকা ঠান্ডা এবং শুকনো আবহাওয়ার ইঙ্গিত মিলেছে। এখনই শীত নামছে না, তবে হেমন্তের আবহ শুরু হচ্ছে ধীরে ধীরে। অক্টোবর ও নভেম্বর জুড়ে ২-৩ দিনের ছোট ছোট বৃষ্টির স্পেল আসতে পারে, যা প্রতিবারের মতোই শীতের আগমনের বার্তা দেবে।