শুক্রবার দুপুর থেকেও কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে—একটি দক্ষিণ বাংলাদেশের উপর, অন্যটি উত্তর ওড়িশায়। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে আর ক’দিন বাদেই, বিদায় নিতে চলেছে বর্ষা। টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গে অবশেষে মিলেছে আশার আভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা। রবিবার থেকেই কমবে বৃষ্টি, স্বস্তি ফিরবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
আজ কলকাতায় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৭ শতাংশ।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এরপর থেকে ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ ও বৃষ্টির প্রকোপ।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে। শনিবার পর্যন্ত কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।