হেমন্তের মাঝামাঝি সময়েই বাতাসে লেগেছে শীতের ছোঁয়া। আকাশ পরিষ্কার, রোদ উঠলেও গরমের অস্বস্তি আর নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচেই থাকবে। তবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপটে যান চলাচলে সামান্য সমস্যা হতে পারে।
রবিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। সোমবার তা আরও কমে দাঁড়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৯ ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস — স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। সোমবার সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।
কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়ও তাপমাত্রা হ্রাস পেয়েছে। বীরভূম ও বাঁকুড়ার কিছু অংশে পারদ নেমেছে ১৫ ডিগ্রির নিচে। সোমবার সকালে বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস — এমনকি উত্তরের কালিম্পং বা জলপাইগুড়ির চেয়েও কম।
আপাতত রাজ্যজুড়ে শুকনো আবহাওয়াই থাকবে। আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা আর শীতের আমেজ এখন থেকেই অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।










