Home / খবর / রাজ্য / ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে এ বার হাই কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে এ বার হাই কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

কোলফিল্ড টাইমস: সুপ্রিম কোর্টের রায় পক্ষে যেতেই, এবার ১০০ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এই প্রকল্পের অর্থ বণ্টন ও একাধিক অভিযোগ নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা চলছে। মঙ্গলবার রাজ্যের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে, মামলাগুলির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। আগামী ৭ নভেম্বর এই মামলাগুলির শুনানি নির্ধারিত হয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে।

এর আগে সোমবার সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায় বহাল রেখে নির্দেশ দেয় — পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে, এবং এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করতে হবে। উল্লেখযোগ্যভাবে, ১ অগস্ট থেকেই রাজ্যে এই প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় সরকারের তরফে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও, বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা-র বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দেয়।

গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এই নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের অভিযোগ ছিল, প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই অর্থ বরাদ্দ স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, ২০২১ সালের ডিসেম্বর থেকে শ্রমিকরা মজুরি পাচ্ছেন না বলে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি আদালতের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, বকেয়া মজুরি অবিলম্বে মেটানোর পাশাপাশি এতদিন টাকা আটকে রাখার জন্য ০.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হোক।

এদিকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, বিজেপি-শাসিত একাধিক রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে অনিয়ম ও অর্থ নয়ছয় হয়েছে, অথচ সেসব রাজ্যে কেন্দ্রীয় তদন্তের কোনও উদ্যোগ দেখা যায়নি। তাঁর অভিযোগ, “বাংলার মানুষকে বঞ্চিত করতেই কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে রেখেছিল।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *