Home / খবর / রাজ্য / পাখির চোখ বিধানসভা ভোট, ভিন রাজ্য থেকে বাংলায় আসছেন বিজেপির ১ হাজার নেতা!

পাখির চোখ বিধানসভা ভোট, ভিন রাজ্য থেকে বাংলায় আসছেন বিজেপির ১ হাজার নেতা!

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সংগঠন শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। গত কয়েক মাস ধরে জেলার পর জেলা, জোন ধরে বৈঠক, আলোচনায় ব্যস্ত ছিল গেরুয়া শিবির। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই এখন নতুন লক্ষ্য। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোটের আগে বাংলায় সাংগঠনিক বল বাড়াতে অন্য রাজ্য থেকে আসছেন প্রায় এক হাজার বিজেপি নেতা।

সূত্রের খবর, কয়েকজন নেতা ইতিমধ্যেই এসে কাজ শুরু করে দিয়েছেন। তবে ডিসেম্বর থেকে বড় সংখ্যায় রাজ্যে আসবেন তাঁরা। সাংগঠনিক কাঠামো মজবুত করা, নির্বাচন পরিচালনা, বুথস্তরের প্রস্তুতি—সব ক্ষেত্রেই দায়িত্ব নেবেন এই নেতারা।

তবে তাঁদের বেশিরভাগই বাংলার কাছে অচেনা মুখ। এই বিষয়টিকেই তৃণমূল আবার ‘বহিরাগত রাজনীতি’ বলে আক্রমণের হাতিয়ার করেছে। বিজেপির পাল্টা দাবি, তারা সর্বভারতীয় দল। তাই ভোটের কাজে অন্য রাজ্য থেকে নেতাদের আনা কোনও অস্বাভাবিক বিষয় নয়—এটাই দলীয় নিয়ম, সব রাজ্যেই একইভাবে সংগঠন সাজানো হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতা জোনের দায়িত্ব নিতে চলেছেন হিমাচল প্রদেশের এম সিদ্ধার্থনন ও কর্নাটকের সিটি রবি। উত্তর ২৪ পরগনায় থাকবেন অন্ধ্রের এন মধুকর ও উত্তরপ্রদেশের সুরেশ রানা। মেদিনীপুর জোনে দায়িত্ব পাবেন উত্তরপ্রদেশের জে পি এস রাঠোর। পাশাপাশি রাজ্যে আসার কথা রয়েছে কৈলাশ চৌধুরী, অনন্ত মিশ্র, অরুন বিন্নাদি, পবন সাই, পবন রানা-সহ আরও বহু নেতার।

সম্পূর্ণ ব্যবস্থার উপর নজরদারি রাখবেন সুনীল বনশাল ও ভূপেন্দ্র যাদব। তাঁদের সহযোগিতা করবেন বিপ্লব দেব। তবে জোনভিত্তিক এই ভাগাভাগি এখনও চূড়ান্ত নয়। পরিস্থিতি অনুযায়ী সাংগঠনিক রদবদল করতে পারে বিজেপি।

নির্বাচনের আগে সংগঠনে এমন বড়সড় শক্তিবৃদ্ধিকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *