রাজ্যে ফের বদলাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকেই বাতাসের গতিপথ পরিবর্তন হবে। এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে, স্বাভাবিকের নিচে থাকা পারদ স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। একই সঙ্গে মঙ্গলবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে। কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন। পশ্চিমী শুষ্ক হাওয়ার প্রভাব কমবে, তার বদলে বঙ্গোপসাগর থেকে গরম ও আর্দ্র পূবালী হাওয়া ঢুকবে। তাই আকাশ কখনও আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে কুয়াশার দাপট আরও বাড়বে।
রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা আরও ঘন হতে পারে। দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাত ও ভোরে শীতের অনুভূতি বজায় থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি এবং শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে রবিবার থেকে কুয়াশা বাড়বে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সকালবেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।










