ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এই সময়ের মধ্যে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ফলে ওই সময়ে হাওড়া ব্রিজে যানবাহনের চাপ অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ২৪ অগস্টও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর থেকে রাত পর্যন্ত বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশন অথরিটির তরফে জানানো হয়েছিল, কেবল-বিয়ারিং সহ সেতুর বিভিন্ন অংশে মেরামতির প্রয়োজন থাকায় সেই কাজই সেদিন সম্পন্ন হয়। এবারও একই কারণে ফের সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে সেতুটি।
কলকাতা ও হাওড়া শহরের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই বিদ্যাসাগর সেতু। হুগলি নদীর উপর তৈরি এই সেতুটি দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতু। ১৯৯২ সালে ৩৮৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এটি। প্রতিদিন প্রায় ৫০ হাজারেরও বেশি যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করে। ফলে কয়েক ঘণ্টার জন্যও যান চলাচল বন্ধ থাকলে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থায় প্রভাব পড়ে।