মেরামতির জন্য আগামী রবিবার ৩১ আগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ওই সময়ে সেতুর উপর দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না।
প্রতিদিন লক্ষাধিক যানবাহন এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। ফলে দীর্ঘ ১৬ ঘণ্টা যান চলাচলে প্রভাব পড়তে চলেছে। এই কারণে কলকাতা পুলিশ ট্র্যাফিকের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে।
জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ে পাঠানো হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যাবে। জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে আসা গাড়ি ১১ ফার্লং গেট থেকে ঘুরে হেস্টিংস ক্রসিংয়ে যাবে, তারপর সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছবে। খিদিরপুর দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে আসা সব গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে এবং সেগুলিও হাওড়া ব্রিজে যাবে।
খিদিরপুর রোডের গাড়ি যদি ওয়াই পয়েন্ট ধরে আসে তবে সেগুলি ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাবে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে রুটে আরও পরিবর্তন আনা হতে পারে।