কোলফিল্ড টাইমস: খেলতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সকালে কলকাতার কেষ্টপুরে বাগজোলা খালে পড়ে যায় দুই শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক খুদের, আর এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত শিশুর নাম ঋতু কোনার (৬)। আহত শিশুটির নাম প্রিয়াংশু কুমার (৩ বছর ৬ মাস)। দু’জনেই কেষ্টপুর খালপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালেই খালের ধারে খেলছিল ঋতু ও প্রিয়াংশু। খেলার ছলে কোনওভাবে খালে পড়ে যায় তারা। প্রথমে বিষয়টি নজরে পড়েনি কারও। কিছু সময় পরে স্থানীয়রা জলে দুটি শিশুকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তৎপরতায় প্রিয়াংশুকে উদ্ধার করা হলেও, ঋতুর খোঁজ মিলতে সময় লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, নামানো হয় ডুবুরি দল। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার হয় ঋতুর নিথর দেহ।
দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঋতুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রিয়াংশুকে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে।
দুপুরে এই ঘটনার পর শোকের ছায়া নেমেছে কেষ্টপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন ঋতুর মা গীতা কোনার। তিনি বলেন, “রোজ সকালে খালের ধারে খেলত ওরা। আজও খেলছিল। কিছুক্ষণ পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দেখি, লোকে চেঁচাচ্ছে— বলে, খালে পড়ে গেছে দুই বাচ্চা।”