Home / খবর / রাজ্য / তলবে সাড়া দিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, কী কথা হল

তলবে সাড়া দিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, কী কথা হল

screenshot 20250812 152400~2

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু নবান্ন জানায়, তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সংশ্লিষ্টদের মনোবল ভেঙে যাবে, ফলে কেবল দু’জনকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কমিশন বুধবার বিকেলেই মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করে।

বিকেল ৫টার নির্ধারিত সময়ের কিছু আগে কমিশনের সদর দফতরে পৌঁছন মুখ্যসচিব। ঘণ্টাখানেক বৈঠকে কমিশনের নির্দেশ বাস্তবায়ন প্রসঙ্গে তথ্য দেন তিনি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ অগস্ট পর্যন্ত সময় চান। কমিশন সূত্রের খবর, এই সময়সীমা মঞ্জুর করা হয়েছে।

বৈঠকে আইনি এক্তিয়ার ও বিহারের মতো রাজ্যে এসআইআর বাস্তবায়ন প্রসঙ্গও উঠে আসে। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে রাজ্য প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *