Home / খবর / রাজ্য / সংক্রান্তির পর বাড়বে তাপমাত্রা, বঙ্গে এখনই আসছে না জাঁকিয়ে শীত

সংক্রান্তির পর বাড়বে তাপমাত্রা, বঙ্গে এখনই আসছে না জাঁকিয়ে শীত

শহরে হালকা শীতের আমেজে গরমের পোশাক বেচাকেনা। ছবি: রাজীব বসু

রাজ্য জুড়ে এখন শীতের হালকা আমেজ মিললেও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে— এখনও পুরোপুরি শীত নামছে না। ভোরের দিকে বহু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে, দিনে গরমও তেমন অনুভূত হয়নি। তবে সংক্রান্তির পর থেকেই তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোলেও আপাতত তার প্রভাব স্থলভাগে পড়ছে না। ফলে রাজ্যের কোথাও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে। তবে পরিস্থিতি সতর্কতা জারি করার মতো নয় এবং সব জেলাতেও কুয়াশা থাকবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। পরবর্তী চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও।

সব মিলিয়ে, রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ থাকলেও প্রকৃত শীত নামতে এখনও কিছুটা সময় লাগবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *