রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল অবশেষে প্রকাশিত হল দীর্ঘ টানাপোড়েনের পর। প্রায় চার মাস দেরিতে প্রকাশিত এই ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় হয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
চলতি বছরের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর, সোমবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি হয়। এরপরেই জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড বৃহস্পতিবার, ২২ অগস্ট ফল প্রকাশ করে।
প্রথমে ৫ জুন ফলপ্রকাশের প্রস্তুতি নিয়েছিল বোর্ড। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের কারণে ফল আটকে যায়। সেই জটিলতার অবসান ঘটিয়ে শীর্ষ আদালতের নির্দেশে অবশেষে ফলাফল প্রকাশ করা হল।
ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান উত্তীর্ণ পরীক্ষার্থীদের। তিনি লেখেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই অভিনন্দন। যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তারা মন খারাপ না করে ভবিষ্যতের প্রস্তুতি নিক। প্রতিকূলতার মধ্যেও তোমরা আরও সাফল্য অর্জন করবে, বাংলার মুখ উজ্জ্বল করবে।”
পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দুটি ওয়েবসাইট— www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।