তারকেশ্বর থানার মহিলা পুলিশ অফিসারের ঘুষ-কাণ্ডে রাজ্যের পদক্ষেপ নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে কেন দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত হবে না, তা স্পষ্ট করতে হবে রাজ্যকে।
আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে শুধু নেগলিজেন্স নয়, এটি সরাসরি ঘুষের ঘটনা। বিচারপতি দেবাংশু বসাক কড়া ভাষায় বলেন, “এটা কোনও গাফিলতি নয়, এটা ঘুষ। একজন পুলিশ অফিসার গোটা সমাজের বিশ্বাস ভঙ্গ করেছে। অথচ বিষয়টিকে হালকাভাবে দেখা হচ্ছে।”
বিচারপতির প্রশ্ন, শো-কজ নোটিসে কেন ঘুষের উল্লেখ নেই? কেন অভিযুক্তের বিরুদ্ধে FIR হয়নি? রাজ্য কি তাঁকে বাঁচানোর চেষ্টা করছে?
পাল্টা রাজ্যের সওয়াল, ওই অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তাঁকে কেন বরখাস্ত করা হবে না, তা নিয়েও জবাবদিহি চাওয়া হয়েছে। তবে আদালত রাজ্যের এই যুক্তি খারিজ করে দেয়।
শেষ পর্যন্ত, ডিভিশন বেঞ্চ রাজ্যকে সোমবারের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে। বিচারপতিরা জানিয়ে দেন, সেই ভিত্তিতেই আদালতের লিখিত রায় দেওয়া হবে।