কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। শুক্রবার দুপুরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। দুপুর ১টা নাগাদ ঘটে এই ঘটনা। এর ফলে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) পরিষেবা স্বাভাবিক হয়।
ঘটনার সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙাপথে ট্রেন চলাচল করে। মেট্রো সূত্রে জানা গেছে, ডাউন লাইনে শহিদ ক্ষুদিরামগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বারবার ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, কেন শুধুমাত্র এই লাইনে এমন প্রবণতা বাড়ছে? কালীঘাট-যতীন দাস পার্ক-রবীন্দ্র সরোবরের মতো ব্যস্ত স্টেশনগুলিতে আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা হয়েছে। সচেতনতা অভিযান, নজরদারি ও ব্যারিকেড বসিয়েও পরিস্থিতি সামলানো যাচ্ছে না।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা গত কয়েক বছরে বেড়েছে। ২০২৪ সালে সর্বাধিক ৭টি আত্মহত্যার চেষ্টা রেকর্ড হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা ও মানসিক সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।