Home / খবর / রাজ্য / পুজোর আগেই সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন দেবে রাজ্য সরকার

পুজোর আগেই সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন দেবে রাজ্য সরকার

কেন্দ্রের পরে পুজোর ছুটির আগে কর্মীদের আগাম বেতন দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকারও। মঙ্গলবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন, সাম্মানিক ও মজুরি দেওয়া হবে। পেনশনভোগীরা তাঁদের টাকা পাবেন ১ অক্টোবর। একই দিনে লক্ষ্মীর ভান্ডার ও জয় বাংলা প্রকল্পের প্রাপকেরাও অনুদানের অর্থ হাতে পাবেন।

প্রসঙ্গত, এর একদিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৬ সেপ্টেম্বরই সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন। সাধারণত মাসের শেষ দিনে বেতন দেওয়া হলেও এ বছর দুর্গাপুজোর ছুটি ও উৎসবের মরসুমের কারণে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারির পর স্পষ্ট হল, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটল নবান্ন। ফলে শারদোৎসবের আগে সরকারি কর্মী, পেনশনভোগী ও বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের মুখে হাসি ফুটবে বলেই মনে করছে প্রশাসন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *