Home / খবর / রাজ্য / পুজোর পরেই ফলপ্রকাশ, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশ করবে এসএসসি

পুজোর পরেই ফলপ্রকাশ, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশ করবে এসএসসি

রবিবারের পরীক্ষা। ছবি: রাজীব বসু

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে পুজোর পরে। আগামী নভেম্বর মাসেই প্রকাশিত হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার পরীক্ষার শেষে সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, ‘‘সুষ্ঠুভাবেই শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। খুব শিগগিরই প্রশ্নপত্র ও উত্তরপত্র আপলোড করা হবে। পরীক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নম্বর বিভাজন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে।’’

দু’বছরের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন।

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের উত্তরপত্র প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে ব্রাত্য বসু রাজনৈতিক প্রতিক্রিয়াও জানান। তাঁর বক্তব্য, ‘‘বাংলার পরীক্ষায় বিহার ও উত্তরপ্রদেশ থেকে ৩১ হাজার প্রার্থী অংশ নিয়েছেন। কারণ ওই রাজ্যগুলিতে চাকরির অভাব। বাংলায় সুযোগ থাকায় তাঁরা এখানে পরীক্ষা দিচ্ছেন।’’

রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে কেউ প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলেছেন, আবার কারও মতে তা কঠিন হয়েছে। নির্বিঘ্নেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মনে করছে এসএসসি। পরীক্ষার পর বিকাশ ভবনে আলাদা রিপোর্ট জমা পড়েছে, যা নবান্নে পাঠানো হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *